তুমি কি এলে?


রোদ্র ছায়ার হাত ধরে?
শুভ্র মেঘের তুলি হয়ে?
পাথরের বুকে ফুল হয়ে?
মস্ত ঢেউয়ের মাথায় করে!?


তুমি কি এলে?


রাত দুপুরের আধো ঘুমের স্বপ্ন নিয়ে
প্রতীক্ষার প্রহরগুলো ক্ষনে ক্ষনে
চার দেয়ালে বাধা, অস্থির প্রলয়ে?


তুমি কি আছো?


প্রজাপতির ডানায়?
শান্ত, স্থবির জলধারায়?
কল্পনা অথবা গানে?
পরিচিত স্মৃতি বেদনায়?


তুমি কি আছো?


ভোরের সূর্য কিরণে?
প্রাপ্ত বয়স্কতার গন্ধে?
মুক্ত হস্তক্ষেপ কিংবা অজান্তে?


তুমি কি থাকবে?


দুরন্ত ছুটে চলায়?
অপ্রত্যাশিত পথ চলায়?
দু:সহ দু:খ মাখা পথ রচনায়?


তুমি কোথায়?


সাত সমুদ্র পারে?
কোন কি রাজপুরীতে?
নাকি অতল তলে?


আমি কি পাব?


তোমার দেখা?
তোমার ছোঁয়া?
হবে কি আমার তোমায় পাওয়া?