আমি বসন্তকে দেখেছি
রংয়ের বর্ষায় মেতে উঠতে
আমি শ্রাবণের উন্মত্ত দেখেছি
দেখেছি নীল আকাশকে
তার সুবিশাল বিস্তৃতি ও উদারতাকে
দক্ষিণা বাতাসের স্নিগ্ধ ছোঁয়া
আমি করেছি অনুভব
সাগরের বুকের ঢেউ দেখেছি
দেখেছি তীরের বুকে আঁচড়ে পড়া
তার ধুকপুকে বার্ধক্য


জ্বলে পুরে খাক অন্তরখানিরে
দেখেছি সযতনে
প্রেমিক কিংবা প্রেমিকার চোখ
নীরিক্ষেছি সঙ্গোপনে
পাইনি সেখানে শুভ্র ভালবাসা
যে ভালবাসা আমি খুঁজি
শুভ্র অন্তরে


স্বামী স্ত্রীদের মধ্যে যা কিছু
খুঁটিনাটি গেছি খুঁজে
বন্ধুত্বেরও সাত-পাক ঘোরা
গেছি বারবার ঘুরে
আহত প্রেমিক যার যাতনা
অন্তর জুড়ে আছে
মলিন বদন বিক্ষত নয়ন
দু'দিনেই যায় ঘুচে


অপেক্ষার দুয়ার
শূন্য বাতাসে
ফিরে আর না চায়
শুভ্রতার প্রথম শর্ত শূন্যে হারায়


দূরবর্তী সমুদ্রে ডুবতে দেখেছি
লাল সূর্যকে
অশনি সংকেত বেজে যায়
অপার্থিব অন্ধকারে
আমি একা শুভ্র ভালবাসার খোজে


ইট বালি মিশ্রি
দালান কোঠার অভ্যন্তরে
রক্ত মাংসের জান্তব গোঙ্গানি
পায়নি খুঁজে যা জানতে চেয়েছি