আমাদের মধ্যে সেই বোধ আসবে কবে
আপেল পড়ায় নিউটন বুঝেছিলেন মধ্যাকর্ষন
গ্যালিলিও হলেন বন্দি বোঝাতে গিয়ে পৃথিবীর ঘূর্ণন
এরিস্টটল খেলেন হেমলক বোধের উদয় ঘটাতে
তাতে কি হয়েছে? বোধ কি উদয় হয়েছে?


শতবর্ষ পূর্বে যা বুঝেছিলেন তারা
আমরা বুঝিনি আজও
থকথকে দলা মগজ পেয়েছি
বুঝিনি কিছু তারপরও


নিত্য দিনের যাতনায়
হিংসায়, পর সমালোচনায়
আত্মশুদ্ধির পথ করেছি বন্ধ হীন স্বার্থপরতায়
বোধের চুলের মুঠি ধরে
আঘাত হেনে যাচ্ছেতাই
পথ করেছি রুদ্ধ, বিমাতা হয়েছি চেতনায়


মস্তকে এক একলা ঘরে বোধকে রেখে বন্দি
পৃথিবী জয়ে নামলে হবে কি-
হিটলারকে দেখেও শেখনি
আর কতকাল থাকবে পেছনে, করবে দূরঅভিসন্ধি


প্রেমের কবিতা লেখা সহজ বোধের কবিতা নয়
আবেগর স্রোতে কবিতা হয়ে যায় ভাবতে কম হয়
বোধের কবিতায় সেবা দিতে হয় ফুল চন্দন মেখে
আবেগের স্রোত রুদ্ধ করে চেতনাকে আগে রেখে


মুক্ত হৃদয় দুয়ার খুলে করতে হয় আহবান
সয়ে যেতে হয় দুঃখ কষ্ট লাঞ্চনা অপমান
দূর হতে দেখি শিখে নিবে বোধ এত সোজা নয়
আঁখি কোন ভিজি, শত জ্বালা সহি বোধের জন্ম হয়