আমরা যারা কথার দেশে
হোঁচড় খেয়ে পড়ি
সেখানে আপনি গল্প, নাটক
বানাতে পারেন ছবি


আমরা সাধারণ যেসব কথা
লুকিয়ে রাখি মনে
আপনি সেটাকে তুলে আনেন
চরিত্র রচনার ছলে


যে কথা আমরা বলতে গিয়ে
দশ-বার বার ঘুরি
তেমন কথা আপনি বললে
খুব সহজেই বুঝি


আমরা লেখক কিংবা কবি
কিইবা লিখি আর
আপনার লেখায় দেশ কেঁদে যায়
মিছিল হয় বার


আমি একা বলুন তো আর
কতটুকুই ভালবাসি
আমাদের ছেড়ে নাইবা গেলেন
হলেন পরবাসী।


আমরা যদিও হিমু নই
রাখিনা সব চেপে
তবু কিছু থাক না এখন
এমনি এই ভাবে


আমাদের জন্য না এলেও
হিমুর জন্য আসুন
এমন করে কে আর
আমাদের পথ দেখাবে বলুন


--------------------------- প্রিয় লেখকদের একজন হুমায়ুন আহমেদ, অসুস্থ জানার পরের অনুভূতি এবং সুস্থতা কামনায় লিখাটি লিখেছিলাম। ফিরে তিনি এসেছিলেনও কিন্তু গন্তব্য অজানাতেই ছিল। শেষে সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে।