নীল আকাশ, সবুজ ঘাস, তপ্ত বালি, আছড়ে পড়া ঢেউ
সারি সারি গাছের পথ যার বুকে হেটে চলেছে কেউ
নতুন সে পথ ধরে অজানার ডাকে
আশার প্রদীপ নিয়ে কেউ চোখ রাখে


পায়ে পায়ে এগিয়ে যায়, স্বপ্নরা ডানা ছড়ায়
নীল আকাশ বলে, কেন ভাই দাড়িয়ে ঠায়?
এসো এসো ওড়াও তোমার স্বপ্ন পাখির ডানা
রং দাও দু'হাত ভরে করবেনা কেউ মানা


দাও, আমার মত অসীম নীল, মাঠের মত সবুজ
নদীর জলের স্বচ্ছতা আর মনের যত অবুঝ
স্বপ্ন পাখির শরীর ভরাও ভরাও রংয়ে ভরাও
দু'হাত ভরে রং আনো, মনের মত পরাও


আর কি করবে?! তুমি কি বোকা!
বাদ পড়েছে কি? দেখোনা
আরে, পালকগুলো রয়েছেতো, রাঙাও এবার পাখা


এই তো হয়েছে! বাহ বেশ সুন্দর!! কি হল? হল কি তোমার
ভাই, ভয় পাচ্ছো কেন? সাহস কি নেই তোমার?
আরে, তোমার দেখি বুক কাঁপছে, পা ঠক ঠক
-আছে আছে সাহস আছে খুব


উড়াও তোমার পাখি আর তাহলে কেন দেরী?
অসীম বুকে নীলের মাঝে
দেখ দেখ কি সুন্দর তোমার স্বপ্ন পাখি


ইস, কাঁদছ কেন তুমি? পাখি হারাল বুঝি
কাঁদছ তুমি তাই? কেঁদো না চল খুঁজি
সে তোমার স্বপ্ন পাখি
দেখবে সকালে করছে ডাকাডাকি
একদিন আসবে তোমার স্বপ্ন পাখি


তুমি তাকে পেয়ে হয়ত ভাসাবে বুক
আনন্দ অশ্রুজলে, আমিও হব খুশি পাব সুখ
কিন্তু, তোমায় করতে হবে কাজ
-কিসের জন্য?
স্বপ্ন পাখির জন্য
তাকে ফেরত পাবার জন্য
নয়ত, দেখবে তুমি, তোমার পাখি
ডাকছে কোথাও, থাকছে কোথাও অন্য
কর কাজ কর তাকে পাবার জন্য


তবেই তুমি পাবে তাকে তোমার চোখের জলে
মনের দ্বারে আমার অসীম বুকে
যেখানে আমি রাখি সব স্বপ্ন পাখি