অহনও প্রতি রাইতে তোমার কথা মনে অইলে
আসমানের বেবাক জোছনা নাইমা আহে আমার উঠান জুড়ে।
আর জোনাকীরা ঘুইরা ঘুইরা বউনের লাইগা খুঁজে বেলী ফুলের গন্ধ মাহা কোল।


যেই তেল শেষ না অইতেই তুমি কইতা-
"বোতলে তেল তলায় নাইম্মা আইসে!"
আর আমি পরদিনই কাম শেষে গঞ্জ থাইকা হাতে
কইরা আনতাম আরও একটা বোতল।
সারাদিনের ক্লান্তি ভুলতাম আমার পাশ বালিশের গন্ধে।
হেই রাইতে আমার ঘরে আর কোনো সুগন্ধি লাগতো না।


জোনাকীরা ফিইরা ফিইরা যায়,
আমাগো আর গায়ে গা হেলায়ে গাওয়া অইনা
নজরুলের লেখা অই গান-
'মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল'।


হেইদিন গোষ্যা কইরা যহন ঘর ছাড়বার লইসো,
ইচ্ছা অইলেও তোমার গোছানো ব্যাগ আমি টাইনা ধরার সাহস করিনি।
কিন্তু তহন ভিতরটা কাইন্দা উইঠ্যা মড়মড়াইয়া ভাঙ্গতে শুরু করছিল ঠিকই।
তুমি তো জানো,পুরুষ মানুষের চোখে কান্দার মতো পানি থাহেনা।
সংসার কেন্দ্রীক ঝামেলায় দুটি মানুষের বিচ্ছেদ অমনে ভাবা যায়, কও!!


লও আমরা একলগে কাটাই আরো একটা কাল, আরো একটা জনম।
স্বপ্ন দেহাও আরও একটা জোছনার রাইতের,
যে রাইতে আমার বুকে মাথা রাইখা তুমি শুনাইবা-
"লাইলী তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁখি খুলো...."।