আমার সম্মুখে রক্তিম গোধূলি,আভা ছড়িয়েছে চারদিক
আকাশের এমন লোভনীয় সাজে মনে দিয়েছে দোলা
মনে হলো অজান্তেই কিছু একটা বিস্মিত করতে এলো আমাকে
আহ!কি অপরূপ সেজেছে আজ,
যেমনটা তুমি নিজেই সাজতে।


যেন এ অপরূপ সাজ আমাকে ঘায়েল করতে প্রস্তুত
আমার সাধ্য নেই এই সজ্জা মুখ হতে বিমুখ হবার
মনে কি এমন নেশা ধরলো আমি জানিনা
আমি মাতাল,আমি উন্মাদ
আমার পদ কিংবা পথ জানিনা কে কতটা চলছে


আমি ক্রমে ক্রমে এগুচ্ছিলাম তার অগ্নিমাখা পথে
এবং হাটতে হাটতে পৌঁছেছি সীমানা প্রান্তে
বিস্মিত আমি হাত বাড়িয়ে ছূঁতে গেলে তার অগ্নি শরীরে,
এক পৃথিবী অনিচ্ছার সমস্ত কালোয় আবিষ্কার করি বিদগ্ধ নিজেকে।


নিমেষেই ঘুচে গেল আমার স্বপ্নীল শহর
আমার ঘোর কাটতে লাগলো
আমি হারিয়ে ফেলি আমার "স্বপ্ন-মাধুরী"কে
ঠিক যেমনি করে একদিন হারিয়েছি তোমাকে।