আজকাল মেঘ দেখলে মনে হয় , বৃষ্টি নয়
সাত সমুদ্র কান্না চেপে আছে বুকে ,
একটু শীতলতার ছোঁয়া পেলেই
অশ্রুজলে ভাসিয়ে নেবে বিশ্বচরাচর
বিধ্বংসী প্লাবনে বিশ্বব্রহ্মাণ্ড তছনছ ।
গুমোট মেঘের অন্তরের কান্না দেখে
তোমরা করো বৃষ্টি বিলাস
খিচুড়ী উৎসবে মাত ,
সাথে ভাজা ইলিশ মৌতাত ,
বিলাসী বিষণ্ণতায় বুঁদ হয়ে
হাতড়ে বেড়াও সুখস্মৃতি,  
খুলে বস কবিতার পাণ্ডুলিপি ।

ছাদের রশিতে ঝুলানো কাপড়
পতপত করে উড়তে দেখে ভাবো ,
বেশ তো পাখা গজিয়েছে জামাটির
এইবার বুঝি পাখি হয়ে উড়াল দেবে ঐ নিঃসীমে,
তন্তুজ মাংস চর্বি ভেদ করে যে ক্লিপ আকড়ে ধরেছে তাকে
সেকি আর তোমাদের নজরে পড়ে? পড়ে না ,
তোমাদের শৈল্পিক মন কাব্য খোঁজে , কাব্য !