আজ জ্যোৎস্না রাতের এই নিরালায় ভাবছি আপন মনে,


অলস অভিসারে , নীরবে চুপিসারে, জল জমেছে চোখের কোণে,


স্মৃতির ধুলোর সারি, ভুলব কি করে আমি, বন্ধুত্বের বিশ্বাসভঙ্গ,


মুখোশ মানুষের সারি, হৃদয় হয়েছে ভারি, হয়তো এটাই জীবনের অঙ্গ,


তবু আমায় যে জাগতে হবে, না জানি সে আসবে কবে, বইছে বিশ্বাসের সমীরণ,


নীরবতার নিশি মাঝে, ভালবাসার আপন খোঁজে,অপেক্ষায় রয়েছি আজও প্রতিক্ষণ।।