আমি শুনেছি তোমার ডাক,


নীল জল ছুঁয়ে এসে, নোনাবালির তীর বেয়ে, ভেসে এসেছে


আমি বুঝেছি তোমার সুর,


নিঃসঙ্গ জীবনেতে, প্রাণ খোলা ভালোবাসায়, ভরিয়ে তুলেছে


আমি আজ ও বুঝে চলেছি তোমাকে,


হাজারো লোকের ভীড়ে, শান্ত রাতের নীড়ে, অপেক্ষায় থাকা


শুধু আস্থা হারানো মনে,


আলেয়ার আশার তরে, ভালোবাসার গোলাপ কাঁটায়, আঘাত করা


তাই স্বপন দেখি আমি,


কবিতার ছেঁড়া পাতায়, গাইতে থাকি মন, জীবনের গান


তাই না বলা অনেক কথা,


একা একা বলে চলা, ভুলে গিয়ে পুরনো সেই মান অভিমান