'কাহারবা হোক কি দাদরা’ সবেতেই ছিল স্বচ্ছন্দ বিচরন,


‘চৌধুরী বাড়ি’ তে গানের আসর বসার তুমিই ছিলে মূল কারণ


তাই ছুটে গেছি বাড়ে বাড়ে ‘আমি যে জলসাঘরে’


কারণ ‘আমি যামিনী তুমি শশী'।।


কখনো ‘হয়তো তোমারি জন্য হয়েছি প্রেমে যে বন্য’


আসলে তুমি সত্যি ছিলে যে অনন্য,


চারিদিকে শব্দদূষণের মাঝে ‘যখন কেউ আমাকে পাগল বলে’


তখনও যে আমি বলি ‘কে তুমি তন্দ্রা হরনি’।।


‘কফি হাউসের সেই আড্ডা’ তে আজ আর তুমি নেই


কারণ ‘ও চাঁদ সামলে’ রাখতে পারেনি তার জোছনা কে।


তাই ‘শাওন ও রাতে যদি স্মরণে আসে মোরে’


তখন সান্ত্বনা দি নিজেকে বলে ‘আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো’ ||