স্বপ্ন আমার মনের দেশ,স্বপ্ন আমার রঙিন সুর,


স্বপ্ন আঁকড়ে রয়েছি আজও, স্বপ্ন নিয়ে চলেছি দূর,


বৃষ্টিতে ভেজা দুটো চোখে মনে পড়ছে স্মৃতির দিন,


সাদা কালো মনের কোণে স্মৃতিগুলো তাই আজও অমলিন,


তবু নেশাতুর এই রোমান্টিসিজম আজ নাই বা মনে রাখলে,


বৃষ্টির সৌন্দর্যে সব কিছু  কি অস্বীকার করতে পারলে?


আমার শহরের ওই ঠেলাওয়ালা আজ পেটের তাগিদে ভিজছে,


ফুটপাথের ওই  অনাথ শিশু নিজের শৈশব হারানোর যন্ত্রনায় কাঁদছে,


তবু আমাদের মনে বৃষ্টি আজ তুলেছে প্রেমের রঙিন ঢেউ,


দুনিয়াটা রসাতলে গেলেও থোড়াই কেয়ার করেছে কেউ?


ভালো আছি আমি ভালো থেকো তুমি বলি হে প্রিয়তমা,


ছোট মুখে বড় কথা বলা হলে করে দিও আমাকে ক্ষমা।।