কালোত্তীর্ণ হে সুরের সৃষ্টিকর্তা  জানাই তোমাকে প্রণাম,


নতুন সুরের খোঁজে, নতুন কবিতার মাঝে ফিরে এসেছে  তাই তোমারই নাম।


রবি ঠাকুর এক অমোঘ নাম অসীম যে তার সৃষ্টি,


তোমার গানের পরশ মাঝে ঝরেছে অশ্রু বৃষ্টি,


প্রেমের বিরহ থেকে হর্ষ বিষাদ   সবেতে তোমার অমোঘ বিচরণ,


ক্ষুদ্র এই শিল্পীর সৃষ্টির পেছনেও তুমি যে আসল কারণ,


রবি কিরণের এমনি সেই দীপ্তি তাকে নিয়েই জীবনের পথ চলা,


তোমায় ছাড়া হয়না সৃষ্টি যায় না রবি ঠাকুর কে ভোলা,


তাই সময় আসবে, সময় যাবে হারিয়ে যাবে কত স্মৃতি,


তবু রবির প্রকাশে থেকে যাবে বিশ্বকবির তুলনাহীন এই অমর সৃষ্টি।।