সাগর পারের ওই খেলাঘর


কুয়াসায় ঘিরে রয়েছে বালুচর,


হয়নি আমার  আজও স্মৃতিভ্রম


জীবনের অঙ্কে সময় যে বড় কম,


একলা মাঝির খেয়া পারাপার


একাকী রাতের নিষ্ঠুর অবিচার,


সাগর তটের অমলিন ঢেউ


তোমার মন সত্যি বোঝেনি কি কেউ??


তোমার আমার গোপন অভিমান


তোমার মন  ছুঁতে চায় আমার প্রাণ


পড়ন্ত সূর্যের শেষ কিরণ মালা


প্রেমিকের বুকে জ্বালিয়েছে বিরহের জ্বালা


শান্ত হবে কি গভীর অস্থির  রাত??


আনবে তুমি নতুন আলোর প্রভাত।।