এসেছিলাম,
কি যেন নিয়ে শপথে।
মনে নেই, ভুলে গেছি.!
ডুবে যে আছি এখন কু'পথে।


ভ্রম্মে ছিলাম আজব লীলার এই দুনিয়াতে,
দেখা হয়েছে হরেক রকম মনুষ্য'দের সাথে।
যার মনে যাকে খুশি যেভাবেই পারছে মারতে,
রক্ত-উৎসব চলছে তোমার ফুলেল পৃথিবীতে।


দেখতে দেখতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছি রাতে,
চোখ নেভাতেই চলে গেলাম বিভোর কল্পনা'তে.!
কল্পনাটায় পৃথিবীটা যেন ভাসছে রক্ত স্রোতে,
থমকে গিয়ে চমকে উঠলাম, পারলাম না আর ঘুমতে।


ভাবছি বসে তাদের কথা, এখনো যারা মেতে আছে রক্তে।
তাদের মনে কী একটুও ভয় নেই, নরকের দুয়ারে দাঁড়াতে.!


তোমায় আমি খুঁজে ফিরি প্রতিদিন প্রভাতে,
বৃক্ষ ডালের শুদ্ধ পুষ্প নিয়ে যে মোর হাতে।
মিশে আছো নিরাকার রূপে এই বায়ুতে,
লীলা খেলা খেলছো তুমি বাস্তবতা'তে।
আমার মন যে, ফিরে যেতে চায় আমার প্রভু'তে।
কৃপা করো প্রভু মোরে, এই জীবন চলার পথে।
তুমি ছাড়া আর কে'ই বা আছে, নিরুপদ্রবে'র সাথে।
সমগ্রকে পথ দেখাও তুমি, তোমারি মতে।