তার যখনি যা মাথায় এলো,
তখনি, তা করতে লাগে ভালো.!
খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে,
নিকোটিন কে সে সঙ্গী করলো।


নিদ্রা'কে হাসি মুখে বিদায় জানালো,
অন্ধকারে একা একা জেগে রইলো,
মস্তিষ্কের তার ছেড়া বিকৃত খেলায়,
রাত্রি যেন তার, ভাবনাতে'ই পার হলো.!


নিদ্রাহীন চোখে দেখলো সে, ভোরের রঙ্গিন আলো।
নিকোটিনে সে যে মিশে গেছে, ধোঁয়া'ই তার লাগে ভালো।
চোখের নিচ'টা যে তার, মেঘের মতো কালো।
সবার চোখে সে যে আজ, এক নিকৃষ্ট নেশাগ্রস্ত.!


এ কেমন নেশায় সে আজ জোড়-জড়িত হলো,
নেশার মোহে পা ফেলে সে, জীবনটা'কে জলে ভাসালো।
সে যে এক ভীষণ গুটিবাজ ছেলে,
কে-ই'বা তার জীবনে আসবে বলো.!
হা-হা,
কে-ই'বা তাকে মনের মতো ভাসবে ভালো.?