মস্তিষ্কের ভেতর করছো তুমি খেলা,
চলে গেলে কেন আমায় ফেলে একলা.?
তুমি হীনা কাটছে আমার, নিঃসঙ্গ রাত্রি বেলা.!


রাত্রি কাটে আমার, মস্তিষ্কের বিকৃত খেলায়,
বিকৃত মস্তিষ্কের স্বপ্ন গুলো, তোমাকেই যেন চায়.!
নিঃসঙ্গ রাতের ঘুম'টা আমার চোখ থেকে পালায়।


রাত্রি কাটে আমার, জোনাকিপোকার ঝি-ঝি ডাকে,
জোছনার মাঝে বসে, কে যেন ছবি আঁকে.!
আমি উদাস মনে বসে, দেখি জানালার ফাঁকে।


আঁধার রাত্রি আমায় জাগিয়ে রাখে,
জোনাকি পোকার দলে'রা আমায় ডাকে,
আর, আমি যেন খুঁজে মরি, তোমাকে.!


ঠোঁটে যে আমার সিগারেটের ধোঁয়া,
নির্জনে বসে ভাবতে থাকি,
কীভাবে পাই তোমার ছোঁয়া.!


তুমি এসেছিলে,
মস্তিষ্কের তার গুলো ছিলো জোড়া,
তুমি চলে গেলে,
শুরু হলো মস্তিষ্কের তার ছেঁড়া।


তার ছেঁড়া এই মস্তিষ্কের ভেতর, করছো তুমি খেলা,
তোমার দেখা পাবো যে আমি, কোন বেলা.?
অন্ধকারে বসে আছি, আমি যে একলা,
নির্জনে নিঃসঙ্গ আমার এই রাত্রি বেলা।