তোমার এলোমেলো চুলের গন্ধ,
আর, শীতল হাতের ছোঁয়া।
আমায় করেছে যে ভীষণ অন্ধ,
সবই, যেন লাগছে ধোঁয়া.!


আঁকড়ে যখন ধরেছিলে আমায়,
এই বুকে রেখে তোমার মাথা।
মনে হয়েছিল তোমার সর্বসুখ যেন,
আমার হৃদয়ে'ই রয়েছে গাঁথা.!


এই হৃদয় যে পুড়ে হাহাকার...!


সুখ নামে শূন্য এই জীবন খাতা।
এই হৃদয়ে ভালবাসা নেই,
আছে শুধু কষ্ট আর কষ্টের কথা।
বুঝতে দেই নি যে কখনো কাউকে,
এই হৃদয়ে জমানো ক্ষত ব্যথা।


হাসি কান্নার লোক চুরি খেলা,
অঝরে ঝরে নয়ন ও ধারা.!


তুমি তো আমায় বুঝনি,
বুঝনি আমার মানে.!
কতটুকু ভালবাসি তোমায়,
এই মন-প্রাণ তা জানে।


বলেছিলে,
আমি কেনো বুঝিনি তোমায়.!
বুঝতে কী কখনো তুমি দিয়েছিলে আমায়.?
সব কিছুই যেন এখন সময়ের বাহানায়,
বুঝেছি আমি, বুঝেছি অনেক তোমায়।


জানি এটা ভুল,
মায়াজালের মোহ নয়,
তোমাতে'ই বিলীন হবে
মোর ক্ষতবিক্ষত এই হৃদয়...!