চুপকথা


অযথা রাত চলে নিয়মমাফিক মায়ায়
কোনো সরীসৃপ বেয়ে চলে তার
অ্যশট্রে ভরে ভালোবাসা হয়ে যায়
বেশ রাতে , ঘুমেতে স্বপ্ন দেখায়
স্বপ্ন হলেও সেই নীল পাখি আমার


মায়াপোকা গুটি গুটি চলে হেঁটে
চুপ প্রদেশের গায়ে কোনো চিৎকার
বেয়ে চলে ও দাগ রেখে যায় যবে
ভালোলাগা জমে এসে তল পেটে
আস্তিন ছেড়ে বেরিয়ে আসবে তবে


চুপ থাকে এই ভেবে সে কথা
কথকতা আমার কাছে ভেসে এসে
ভালোবেসে মায়ায় হাত অযথা
ভালোলাগা ভেঙেচুরে চেপে বসে


ঘুম ভেঙে কোনো মুহূর্তে ম্যাজিক হবে
আলোয় ভরে যাবে চোখের কোনা রা
অলীক চুপ কথা ভেসে রবে
একা বসে থাকা খরগোশ আর পায়রা রা


একটা নীল রঙের চিরুনি বেয়ে
জমে বসে কোন কালের সেই জটারা
ভেবে দেখবে খারাপবাসা চেয়ে
কঠিন চঞ্চল চিহ্নটা