আমায় কবিতা শোনায় জোনাকি, গাছের ফল
যেখানে নীল নীল মিশে কোনো
অবাধ্য হাওয়া চঞ্চল।
কোনো জানলা পারে বসে থাকা চোখের জল
আমায় গল্পঃ শোনায় আমার ই
কোনো ছেড়া কাগজ অবিকল।
কালো রঙের মেঘ ভেসে বসে থাকে
তাতে মিশে  শঙ্খচিল
শেষ পথ হারিয়ে নদীর বাকে।
কার কোন অবান্তর মন খারাপ ছিল আজ
এখন শব্দ খসে পরে
এই সব সেই অন্ধ হাওয়ার কাজ।
ফোঁটা ফোঁটা পদ্ম পাতায় আর
জেনে বুঝে বৃষ্টির,
হাত কেটেছে কার।
কে মন্দ ছিল কে ছিল ভালো?
আকাশও তো মাটিতে মেশে
সাদা হয়ে যায় ক্রমে কালো।