না, তুমি এসো
তুমি এলে কত গল্প করা যাবে
কত হাসা যাবে মন খুলে
স্তব্ধতাকেও মনে হবে কত রমণীয়।
আজ হয়তো সন্ধের ট্রেনে আসবে
শুধু রাতটুকু থাকবে
একলা পথহারা হাওয়ায় বাঁধবে।
এখানে সব কত কাছে কাছে
ট্রেনলাইন, গাছ, বাড়ি
খুব কাছে সব
হাত বাড়ালেই ধরতে পারি।
তাও কারোর শব্দ আসেনা তো
কিন্তু নদী এখান থেকে কত দূর
তাও রোজ রাতে স্পষ্ট তার ডাক শোনা যায়
এভাবেই হয়তো তুমি আসবে
স্তব্ধতাকেও মনে হবে কত রমণীয়।