তুমি এসো সন্ধেতে
আলোর খাতায় নাম লিখে যেয়ো
আমি আমার নামের আলো দেবো


ট্রেনের আওয়াজে , হারিয়েছে হিসাব
আসবে বলে ফুল ফুটিয়ে
অপেক্ষা করে করে বৃষ্টি নামে


অযথা হাতে হাত কেনো রাখো
আমাকে কোনো সুগন্ধির মত
রোজ রাতে  কেনো গায়ে মাখো


তাকিয়ে কেনো থাকো ওভাবে
কেনো বলে ওঠো অস্ফুটে
কাছেই বা ডাকো কেনো


কেনো মিছিমিছি ছুঁয়ে দেখো
আসবেনা কাছে , তাও কেনো
গালে হাত রাখো


রাতের এই কবিতা
তুমি থাকার
যা দিনে শেষ হয়ে আসে।


আমার কেনো রা অপেক্ষা করে
আসার সময় সাথে সন্ধে নিয়ে এসো
আমার দিন ফুরায়ে


ফুরায়ে যা ফুরায়ে
একটু আধটু স্মৃতি রেখো
মনের কোনো কোনায়, রেখো আমায়