তার সকল লেখা দিন ফিরিয়ে আলো
প্রেমের কবিতা ভেসে চলে নিরালায়
সত্যি মিথ্যে নামক পাথর কেটে।
সে খুব ভুল করেছে,
তার রাতের গল্পঃ অন্য কাউকে বলে
সে খুব ভুল করেছে,
কারোর হাতে আঁচড় কেটে দিয়ে
সে খুব ভুল করেছে,
মিথ্যে মিথ্যে  কোনো সত্যি কথা বলে
সারাদিন যদি পাওয়া যেত স্পর্শ
সেই আশাতে ,
কোনো অবাক করা সত্যি বলে ভাসিয়ে দিচ্ছে পথ
কোনো রাতের আলোয় দেখছে ঘড়ি
থামছেনা সময়।
সব হারিয়ে ফেলতে চাও?
শূন্য করে সব, কোনো এক রাতে
নীল ছুঁয়ে থাকা নিশ্বাসের সাথে
পলাতক হয়ে যাও।