আমার মাথায় স্থির থাকে সবুজ ছায়া
পল্লব ভ্রূণ থেকে কোনো জন্মের
অবিকল নিশাচর তার ভুলেছে ঘর
ভীষন অন্ধকারের দিকে ছুটে
ব্যক্ত করেছে তার জীবনের  মানে
নাকি ভুল মানে আরো একবার খুঁজেছে
কোনো কালে তার ছিল নিরাকার
মূর্তি প্রেম
অমোঘ সে শব্দ গুলো ভীষণভাবে
দাগ পরে থাকে বাঁদিকের মনে
মায়াবী সাতটা পাখি
আমায় দিয়েছে ফাকি
নীল কোনো চিল উড়ে চলে
উড়ে চলে কালো ও সাদা
এক জন্ম আগেও সেখানে
রেখে গেছিলো অবয়ব আর ধাঁধা
বলেছিল অনেক কথা
সকালে আর সাঁঝে
সব মিলিয়ে মোট
তেরোটি পাতার মাঝে