সময় অসময় শান দেয়
কিশোর কিশোরী, বাবুইয়ের বাসার
মতো ওদের ঘর, ওদের স্বপ্ন জানে বন টিয়া,
মাটির তৈজস খালি, ঘুম থেকে উঠে
জেনেছে দুজন, তারপর
ওড়া হাতে গমমাড়াইয়ের কাজে বেড়িয়ে পড়েছে,
খেতজুড়ে ঘাম-রক্তের ছিটেন,
শামুকখোলা সাক্ষী ।।

।রহিত ঘোষাল।।