গায়ে মাটি মুখে এক গাল হাসি
উঠে আসি উঠে আসি
আমরা মাঠ থেকে
নদীঘাট থেকে-অবগাহনে
গ্রীষ্মের বিশৃঙ্খলায় পোনাধরা নৌকায়
হাজার কথার পরেও তার কথা কেউ বলে না।
অনর্গল অন্তমিলে বেলেডাঙ্গার আলু,ধুমঘাটের পুঁইশাক,অন্ধকার অথৈ পানির ওপারে
অল্প কিছু আলো ভেসে বেড়ায়,
এঁকেবেঁকে সপ্তমীর চাঁদ এক পশলা বৃষ্টির পর
আদিম মরা কটালের স্ফীতি নিয়ে এখন লজ্জারুণ।।
                                   ।।রহিত ঘোষাল।।