।।মা নাম রেখেছিল সেঁজুতি।।


বন্দে কুলটা,
                  চাঁদের ছানা,
আলোর হরফ আসমানী,
  নগর বান্ধব ঝালর;শুভ্রার নোলক,সাঁঝের বউ,
         সুতা কাটছে জোছনা,
              কত শত রঙ ছড়ানো মন খারাপে,
                         ব্যক্তিগত সন্ধ্যা-ক্ষণস্থায়ী
                                    আহত সেঁজুতি।।


।।রহিত ঘোষাল।।