নিয়মিত একটা অস্বস্তি কাজ করে, শিরায় শিরায়..
ব্যর্থতার রূপক হয়ে মন কাঁদায়।।
জিতবার ইচ্ছা গুলো কাজ করে, কিন্তু ঝিমিয়ে যায় সহজেই..
আমি যেন ফুরিয়ে আসি..
আমার হাসি টুকুকেও দিনের শেষে রূপক করেছ, আর কান্না গুলোকে সত্যি..
বলতে পারো আমার পথ কি?
সত্যিই কি হারাবো বলেই পথে নামা?..
লক্ষ্য চ্যুতি ঘটে আর হারিয়ে যাই ।।
তুমি কি সত্যিই আমার পৃথিবী?..
আমায় কখনো কাঁদাচ্ছ..
কখনো বা অট্টহাসিতে ভাসাচ্ছ..
কখনো বা পথ দেখাচ্ছ, কখনো বা ফিরিয়েও আনছো..
তোমার কাজ করবো বলেই তো আমার পথ দেখা..
তাও তুমি দিন শেষে হতাশ করো আমায়..
সত্যিই কি তুমি আমায় ততটাই মূল্য দাও?..
যতটা আমি তোমার দূষণ বাঁচাতে ভাবি..
তুমি রূপবতী..
দিনশেষে তাই তোমায় পূজি বারম্বার..
তোমার নিয়ত বনবন ভনভন এর শরিক যখন করলে..
তখন না হয় একটু স্বাধীনজীবি করেই রেখো...
তারপর আমায় নাই বা মনে রাখলে..
নাহলে তোমার সাথে আমার আর যাই হোক..
প্রেমটুকু হবে না...