অফিসে এলেই শুরু হয় খেল,
কে কোথায় গেল, কার কত মেল।
কে কাকে ভালোবাসে, কার কত টাকা,
নিন্দার সাগরে ভাসে একঝাঁক চাকা।
কাজের ফাঁকে গল্প হোক ঠিক,
কিন্তু পরচর্চায় কেন এত টানাটানি?
নিজের জীবন সাজাও গো আগে,
অন্যের খোঁজে কেন এত জ্ঞানী?
আলোচনার নামে নিন্দার খেলা,
চুপচাপ শুনি, মন হয় অবহেলা।
এ কেমন অফিস? এ কেমন দল?
নিয়মের চেয়ে গুজবের হলাহল।
আমি চাই কাজ, চাই একটু শান্তি
গুজবের বাজার থাক না ফাঁকি।
নিজেরটা দেখো, গড়ো নিজের পথ,
অন্যের নিন্দায় কিসের এই রথ?