ঔদাসীন্যতা একটা বিষয়বস্তু
একটা এলোমেলতা..
দুঃখের শেষ সময়ে পিঠ ঠেকে দেওয়ালে..
ভাবনার উত্তেজনা গুলো ঝিমিয়ে যায় অক্লেশে
কমে আসে মনান্তরের পরিবহনশীলতা
প্রেমের জন্ম দেয় যে ঔদাসীন্যতা
সেই আবার ফিরিয়ে আনে প্রেম ভাঙার পার হতে
বিষয়বস্তু টিকে বোঝা গেলে হয়তো
আড়ালে একটু শান্তি কিনতাম..
যারা ভাবে তাদের অনেক দাম..
তারা কি ভেবেছে কখনো..
এই উদাসীনতার পরিণাম..
যে মিথ্যেয় তোমার পলায়ন..
সেই মিথ্যে স্নানেই ধন্য এ জীবন....
ঔদাসীন্যেই হোক..
সত্য প্রেমের চরিত্রায়ণ
প্রেমের চরিত্রায়ণ....