আগামীকাল সংবাদপত্র পাবার আগেই
জেনে যাবে,,, বিংশ শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট
মানব এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে।
তখন তুমি আসবে কি ?
নাকি দূর থেকেই দেখে বলবে,
"জীবনের কাঁটা যত তাড়াতাড়ি চলে যাবে তত‌ই
আমার জন্য ভালো।"
"নাকি বলবে প্রিয়তম আমি তো তোমার‌ই
ছিলাম।কেন করলে এমন?"
প্রিয়তমা সামান্য ভালোবাসার জন্য কাঙ্গালের মত আমি ছুটে বেরিয়েছি,
এদিক‌ থেকে ওদিক।
শুধু তের নদী আর সাত সমুদ্র পার হ‌ওয়া বাকি ছিল।তবুও পাইনি।
তোমার পিছু ছুটতে ছুটতে আমি ভুলে গেছি
আমার আমিকেই।চেনা হয়ে ওঠেনি নিজেকে।
সময়ের স্রোতের সাথে খাপ খাইয়ে নিতে পারিনি যে।
ভুলেই গেছিলাম পৃথিবীতে কাঙ্গালদের দাম একদম নিম্ন স্তরে।
প্রিয়তমা জানো তো ছেলেদের নাকি কাঁদতে নেই।
তবুও তো কেঁদেছি।
দেখতে পায়নি এ শহরের একটা কাকপক্ষীও।
বৃষ্টি পানির সাথে মিশিয়ে দিয়েছি আমার কান্না।
তুমি পাশে থাকলেও হয়তো দেখতে না যে
তোমার পাশেই নিশ্চুপ এক ভয়ঙ্কর আর্তনাদ
বয়ে যাচ্ছে।না প্রিয়তমা তুমি দেখতে না।
দেখত না কেও।
প্রিয়তমা তোমরা তো কাঁদতে পারো;
কারণে, অকারণে, খুশিতে, আবেগে;
তবে আমাদের বেলায় এমন কেন?
প্রশ্ন ছুড়ে দিলাম এই শহরের প্রতিটি ধূলিকণার কাছেও আমি এর জবাব চাই।
জানো‌ রাত হলেই সবচেয়ে আপন মনে হতো
কাদের কে?
সিগারেট, কান্না আর রোমান্টিক কোন উপন্যাস।
এদের মনে হয়েছে প্রকৃত বন্ধু।
যারা আষ্টে পিষ্টে আছে আমার প্রতিটি শিড়া, উপশিড়ায়।
প্রিয়তমা‌ জানো জম্মের পর ঠিক করা হয়ে গেছে,
এই ছেলে আমাদের ভরণপোষণের দায়িত্ব নিবে।
দায়িত্ব নিবে পরিবারের সকলের।
পূরণ করবে তাদের আবদার।
জানো পরীক্ষায় কম মার্কস পেলেই লোকে হাসত।
উৎসাহ দিত না কেওই।
গাধা, মূর্খ আরো নানা গালিতে
ভূষিত হতো আমার নাম।
খারাপ লাগতো আমারো।
প্রথম যৌবনেই বুঝে গেছি আমি হয়তো কোন ভুল গ্রহে এসে গেছি।
আমার জন্য এ পৃথিবী না।
দ্বিতীয় জম্মের সুযোগ যদি বিধাতা দেন
তাহলে বলব,"যেতে চাই না ঐ নিষ্ঠুর পৃথিবীতে
যেখানে ভালোবাসার নামে চলে অপেক্ষায়
রঞ্জিত এক প্রতারণার ফাঁদ"।
এতকিছুর পরেও তোমরা ভাববা আমার মৃত্যুর জন্য তোমরা দায়ী।
ভয় পেয়ো না আমি বলব না আমাকে তোমরা তিলে তিলে খুন করছো।শেষ করেছো এক ভিখারিকে যার হাত পাতা মানেই বলা ছিল,
"শুধুই ভালোবাসা।"