একি দেখি হাতটি ধরে!
চিত্র শিল্প কেবল এখন -
নয় আর্ট পেপারে,নখের ওপর
চিকন কাজের অপূর্ব সম্ভারে-
নারী নখ পেতেছ।


বিঘ্ন এখন যাত্রা পথ
খুঁজে ফেরো মাল্টিপ্লেক্স
ব্রেকফাস্ট এ নয় পাওরুটি
কেবলই কর্নফ্লেক্স।


শাড়ী এখন সয় না নাড়ীর
জিন্স টপ-ই চেনো
ব্যকলেস ব্লাউজে নিজেকে কি ভাবো?
একি শাড়িপরিহিতা?


চোখের কোনে কাজল আছে
নয়তো সে কালো
ময়ূরকন্ঠি রঙটি এখন
চলছে বেশ ভাল।


সকালে উঠে যাওনা নারী
আর ঠাকুরঘরে
জিম-ই এখন হাই ফাসনেট
সব নারীর তড়ে।


রুপে তোমায় ভোলাবো না
গাইছো নাড়ী ভালই
গানের সুরে ছন্দপাত
মেকাপে -
তুমি আর্টিফাসিয়াল।


নারী একি রুপ?
মেকাপ ঘষেছ -যত পেরেছ
এই মরেছে!


তবু নারী,তোমার প্রেমেই পুরুষ মত্ত।
আঁচল স্পর্শ, ছাতার জল
তাতেই আসক্ত।।
হাত টি ধরে কইব কথা
সুখেদুঃখের ভাষায়
ওমা একি দেখি............