এক নাম না জানা বন্য পাখী উড়ে এসেছিল
বসেছিল আমার কার্নিশে
তাকে শস্য দানা দিলাম,
অতিথির মত গ্রহণ করল আমার অর্ঘ্য
ক’দিনেই সে পোষ মানল
তার নাম ছিলনা, একটা নাম দিয়েছিলাম তাকে
ওই নামে ডাকলে সে হন্তদন্ত হয়ে ছুটে আসতো
আমাকেও সে একটা নাম দিয়েছিল,
আমারও সাড়া দিতে ভাল লাগতো তার ডাকে
আমি যদি তাকে দিতাম কিছু ভালবেসে,
সেও এনে দিতো অনেক কিছু, ঠোঁটে যা ধরত তাই
তাকে এক মুঠি সোনালি ধান দিলে সে মগডাল থেকে একটা বরই এনে দিতো,
দেয়া নেয়ায় সমানে সমান আমরা
একদিন সে আর এলোনা
আমি এখন আমার খাঁচার পাখীটিকে প্রতিদিন পোষ মানাই
আমি ভাল করেই জানি সে পোষ মানছেনা
জানিনা পদ্মার পানি কত গড়ালে সে পোষ মানবে
জানিনা খাঁচার দুয়ার খুলে দিলে সে কি করবে।