পুড়িয়েছ ফসল আমার, মেরেছ আমার ভাই
তোমার কঠিন রোষানলে, রক্ষা আমার নাই।
সোনামণির লাশ উঠেছে আমার কাঁধের পর
ধুলির সাথে মিশে গেছে আমার সাধের ঘর
সাধের স্বজন, রইল ক’জন? সব হারানোর পালা
সম্ভ্রম আর মর্যাদাটা রইল শিকায় তোলা
আমার জমি তোমার এখন, আমার কিছু নাই
মারছ হাতে, মারছ ভাতে, কি করে ঠেকাই ?
যখন আমি জবাব দিলাম একটা ইটের দলা
হলাম আমি অপরাধী, কাটতে এলে গলা।
পাড়া শুদ্ধ দুষছে আমায় ইটা মারার দায়
জানিনা এ কেমন বিচার, কেমনতর রায়।