তুমি কি বনলতা ছিলে ?
আমার মধ্যে তো কবে থেকেই জীবনানন্দ
শুধু দু’দণ্ড শান্তির সমীকরণ নেই, আর সব ঠিক
কখনো আমি শরতের দেবদাস
হ্যাঁ তুমি তো পার্বতীই ছিলে,
নাহলে আমি কার দরজায় গিয়ে মরেছি ?
তুমি বৃষ্টি হয়ে এসেছিলে
এখন আমার উঠোনে শুধু কাদা আর কাদা
আবার বাগানে কদমও ফুটেছে
তাই তুমি আছো।