তুমি এভাবেই থাকো
তাইবা কম কি ?
ঘড়ার জল হওয়া তোমার মানায়না।
তুমি আমার আলতাদিঘি
সাঁতার দিতে নাই পেলাম
তীরে দুদণ্ড দাঁড়িয়ে উদাস হতে তো মানা নেই
স্মৃতির কার্নিশের ওপারের বউ কথা কও হয়েই থাকো
সোনার শিকলে হয়তো তোমাকে মানাতোনা ।
অথবা শরতের কাশবন হয়ে থাকো
বারো মাস অপেক্ষার পর ক’দিনের জন্য তো আসবে ?
তাই বা কম কি ?
আকাশ হয়ে থাকলেও মন্দ নয়,
অনেক দুরে,তবু দেখা যায়
তাই বা কম কি ?