চলো যাই, ফের ফিরে মুক্তি-যুদ্ধে যাই
বকেয়া যুদ্ধটা এসো শেষ করে আসি ;--


একটি শ্লোগান আর একখানা আকাশের নীচে
মায়ের হাত-পাখার বাতাসে বিশ্বাসে
উড়ায় পতাকা; ধরি, মাননীয় মানচিত্র ধরি,
একে একে যাই, চলো যাই সকলেই মুক্তিযোদ্ধা হয়ে যাই ।


এবারের যুদ্ধ;-- রণ-নীতি বাদ্য-সজ্জা
বোধির বুলেট হাতে, বুকভরা-আকাশ-পল্টন,
এবারের সম্মিলিত সশস্ত্র-সংগ্রাম.
পরাণের ভিতরের ভূগোল-দখল ।


হৃদয়ে হৃদয়ে ভালবাসা স্বাধীনতা
ধুম-ধাম ধুম-ধাম প্রেম-অগ্নি-ধোঁয়া
দৃঢ়-অঙ্গীকার, হাতিয়ার-মানবতা ;
জ্বালাও পোড়াও দাউ দাউ পাশবিক
যুগে যুগে তুমি মানবিক পদাতিক ।
এসো, একে একে সকলেই মানবিক মুক্তিযোদ্ধা হয়ে যাই


জাতিসঙ্ঘ-মন আর সংসদ-হৃদয়
আমাদের অবিরাম সাহায্য কোরবে ;
বিবেকের বলপেন- স্বর্ণালী পাতায়
এখনই লিখে ফেলি এসো, সে মহান
মানব বোধের শ্রেষ্ঠঋদ্ধ সংবিধান ।