কস্টের নীল প্রজাপতি উড়ে উড়ে সাতরঙা ফুলে,
দহনের ও অস্ফুটস্বরে খুঁজে অন্তর্দহ গ্লানির তরে.
ক্লান্ত সুর সহস্র দুয়ারে বেঁচে থাকার আকুতিতে,
কোথাও নাহি জুটে হৃদয়ের ও মমো সুখে।
উড়ো উড়ো জনম বিসর্জনের সুনিপুণ এ দুঃখে,
বৃত্তের বলয় ছেড়ে ক্ষমতা নাহি দূরে যেতে।
দুঃখেরই অতল গভীরে সাতরঙের ও বিলুপ্তি ঘটে।
নিকষ কালো অন্ধকারে আপন তুমি শুধুই নিজেরে।
ভাঙনের তান্ডব লীলা অন্তর্নিহিতের হৃদকম্পনে
বেলা বয়ে উঠানে উঠানে খই ফোটে,ফুল ফোটে
ক্ষুধার বেদনায় কষ্টের উপবাসে
বটছায়ায় নীল ঘুঘু ডাকে,
বৃস্টির মত বেরঙ আঠা ঝরে
হায়!পোড়াকোপালি দু'চোখের সীমানাতে,
অভাবের নিদারুন কষ্ট দেখে
ভুলেছি ভোগের বিলাসিতা ভালবাসাকে।