বেদনায় অশ্রুসিক্ত হই ও না প্রিয়তমা।                 ভালোবাসা বুকে চাপা দিয়ে,
থেকে যাও তার সংসারে ।


রাতে লাল চোখ দিও না তাকে,
আকুল আবেদন বুকে নাও,
আমার স্পর্শ পাবে,
পাবে পরিতৃপ্তি তে দু চোখে জল।।


তার সংসার ছেড়ো না।
তোমার মৃত্যু ব্যথা সইতে পারবো,
পাড়ার সবাই বিধবা তালাকপ্রাপ্ত বলুক,
সইতে পারবো না।।


তার চেয়ে ভালো মরে যেও,
তবু সংসার ভেঙ্গো না।


আমি শ্মশানে ফুল দিয়ে আসবো,
চিতায় দেবো চন্দনের কাঠ,
বিরহে কাতর করব কবিতা।


প্রিয়তমা বধু আমার....
তার সংসার ভেঙ্গোনা।।


কবিতা:আবদার
জলচল
২_১১_২০১৬