জানো কি তুমি ২১ বছরে সুকান্ত কবি হয়েছে, পেয়েছে মৃত্যুর স্বাদ অবসাদ কেটে কেটে ভালবাসার আজ বিরহ
ভেঙ্গেছে কাঁচের দেয়াল আবার কেউ কবি হয়েছে তার বিরহে, জয় করেছে অবসাদ।


তবু মুক্তি মেলেনি বিরহের, ভালবাসার মিলন হয়েছে কবিতায়, রাজ সিংহাসন ছেড়ে নিহত হয়েছে মহাবীর, ভালোবাসা বারবার ফুটে উঠেছে ধ্বংসলীলার মাঝেই,


ভালোবেসে আলখেল্লা হয়ে যাব, ভালোবেসে কবি হয়ে যাব, ভালোবেসে নুঃপুংস হয়ে যাব, ভালোবাসা রক্ত কোমল।।


তুমি জানোকি প্রেমিকার ভালোবাসা গুলো এমনই হয়, তাবু কি আশায় বুক বাঁধে সে।
তারপর সেও একদিন মিলে যায় নিছক আলোকে, ভালোবাসা এমোনই, এটা  প্রিয়তমা দের ভালবাসা।


অপবাদ তোমার নয় ভালোবাসাকেও দেয়া যায় না নিয়মের নিয়তি ভালোবেসে তাকে না পেয়ে, ভালোবেসে কবি হয়ে যাব, বদ্দোয়া করিও না।।


ভালোবেসে কবি হতে দিও লালসা দিও প্রিয়তমা, লালসার জলে জ্বালি ও না।।