শুনেছি সে দিন কয়েকটা লোক,
কথার পাকে কয়।
ঐই বাড়ির, ঐই মেয়েটির,
বিয়ে অতি স্রিগরই।


এমন কথায়,
তেমন কোন মনোযোগ না দিয়ে,
চলছি আমি বিলের ধারে,
দেখবো তোমাই বলে।


এর মাঝে বন্দু কয়েক,
আমাই দেখে হাঁসে,
যাচ্চ কোথাই খোকা বাবু,
ঐই বিলেরই ধারে।


না না বাবু কাজ হবে না,
বিলের ধারে গিয়ে,
শুনেছি তোমার রাজ কন্যার,
বিয়ে দিয়ে দিবে।


তার পরে ও তাল-বাহানায়,
পাশ কাটিয়ে যাই
দেখি গিয়ে তোমার যদি একটু দেখা পাই।
তার পরে সব তোমার কাছে যেনে নিব আমি।
মিথ্যে এ সব লোকের কথা,
ঠিকই বলবে তুমি।


সে দিন গিয়ে ঐই খানেতে,
পাইনি তোমার দেখা,
পেরার সময় দেখি তোমার,
চাচাতো বোন রেখা।


আমাই দেখে মিস্টি হেঁসে
কহে শুনে যান,
তার তো এবার বিয়ে হবে,
কি করবেন ভাইজান।


নিরবেতে দাড়িয়ে থেকে
ভাবলাম কিছু ক্ষন,
লোকে তো ঠিক বলেছে,
আপন হবে পর।


তার চাচাতো বোন বলল,
কি ভাবচেন ভাইজান,
উনি আপনাকে চিরকুট দিল,
দয়া করে নিয়ে যান।


মাঝ ক্ষেএে তে একলা আমি,
সন্দা হলো প্রায়,
লালে,লালে, আকাশ খানায়
রক্ত বয়ে যায়।


তার পরেতে দির পনেতে,
চিরকুট টাতে দেখে!!!
আহ্ হা,হা.................
এমন যানলে পিরিতি কে করে।।।


মোটা অক্ষে চিরকুট টাতে,
লেখা হলো এইঃ
শুনেছি তোমার অবাভ এর সংসার  
তুমি ও চর্ণছাড়া।
তাই তোমাকে ছাড়তে হবে করে দিও ক্ষমা।

6-09-2015