আজ এসে কিছু কথা মনে জমা হইল
একতার কথাগুলো ব্যথা হয়ে রইলো
এলোমেলো চুলেই  ছিল দিন-রজনী পার
চুলগুলো গোছানো কি ভিশন দরকার


বিকেলের সোনা রোদ শেষভাগে পড়ল
যুবকের মন সেই আবেগে দুল্ল
পারবে না জানো তবু কেন গাথিয়া দিলা
এখন বল আমি থাকবো কি নিয়া
এনে ছিলে বেনু মালা পরাইতে আমায়
যুবতীর ভালোবাসা বোঝা বড় দায়


একধার কথা আরো পড়িল মনে
হেনকালে সেই কথা ব্যথা হয়ে জলে
আপন ভুলাইতে তুমি করিলা সম্পাদন
নাচিয়া ফুলিয়া উঠি পাইয়া আমন্ত্রণ
তুমি যাহা বলিয়াছ করিয়াছি  তা
অন্ধের দায়ভার তোমার তো না


আজ এসে কিছু কথা মনে জমা হইল
সময় অধম ছিল তুমি আমি নয়তো


৫_৯_২০১৫