সাড়া দাও বেদনা আমার
বুঝি আমি আছি বেঁচে
কান্নারা ছুট্টে আসো
সুখ খুঁজি সিন্ধু সেচে


সাঁজগুলোও এমন ধরন
কেবলই সুখ বিরহে
কবেবার কোন বেদনায়
আজও প্রাণ তারেই চাহে


সাড়া দাও সাঁঝের ব্যথা
এসো বসো হাতটা ধরে
কতগুলো কান্না নাহয়
বেঁচে থাক খুব আদরে