বরফ গলে পানি হয়
প্লাবনে সাগর
জাগে
কানায়-কানায় থই থই
জলজ প্রাণ; রূপে মুগ্ধ
উঁচু পাহাড় হাতছানি দেয়
আমার 'তুমি' কোথায়?কই?
প্রপাত বেয়ে ফেনিলধারা
কলকল বয়; সবুজ ছোঁয়-
জল তুমি-মহামায়া
হ্রদয়ে জ্বলো; জ্যোতির্ময়...!
(১৬-০১-১৬)
বরফ গলে পানি হয়
প্লাবনে সাগর
জাগে
কানায়-কানায় থই থই
জলজ প্রাণ; রূপে মুগ্ধ
উঁচু পাহাড় হাতছানি দেয়
আমার 'তুমি' কোথায়?কই?
প্রপাত বেয়ে ফেনিলধারা
কলকল বয়; সবুজ ছোঁয়-
জল তুমি-মহামায়া
হ্রদয়ে জ্বলো; জ্যোতির্ময়...!
(১৬-০১-১৬)
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ১০টি মন্তব্য এসেছে।
কবিতাটি জলের মতই স্বচ্ছ ও নিরমল!
জলের মতই সুন্দর ও গভীর অতল!
ধন্যবাদ প্রিয় কবি!
বাহ !! সুন্দর !!
বাহ সুন্দর ।
বাহ বেশ !
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.