প্রভুর প্রেম
তোমারে চিনেছি পাক কালামের মধুর সুরে
তীব্র রোদের বেলায় তোমাকে পাই
নির্জনে তোমাকে পাই
বৃষ্টিতে তোমাকে পাই
বিপদে তোমাকে পাই
সুখে তোমাকে পাই
বজ্রধ্বনিতে তোমাকে পাই
ধরণীতে কত প্রেমিক তোমার ধ্বনি করে,
কত প্রেমিক রক্ত দিয়েছে দীনের তরে ।
মোদের অন্তরসাধ কবুল তাদের কাতারে
তোমাকে ছাড়া আজ মোরা পথ হারা,
নবী দিয়েছ মোদের আসমা নে উজ্জ্বল তাঁরা ।
মোরা নবী পথ ভুলে পড়েছি বিপাকে
তোমার রহমতের উত্তাল ঢেউয়ের বাঁকে ।
নবী তরে পাগল প্রেমিক হব তপস্যায়  
দুনিয়া মোহে আঁধার কূপে আজ নিরুপায়।
নবী নাই, আছে পাক কালামের সুর
প্রভু,
প্রেমিক ভিড়িছে তোমা তরে করোনাকো দূরদূর
চাইতে না জানি, পাইলে স্মরি না তোমায়
ভূলেছি  তোমার মহব্বতের মহা পবিত্র মুখ
ক্ষমা স্মরি তোমা তরে, নিপাত কর অন্তর দুখ
নবীর ঝরিছে অশ্রু জল, রক্ত মোবারক কত
মোরা আজ পথ ভুলে হয়েছি বিফল তত ।
তোমার দিদারে উত্তাল মন, মিটিবে অন্তর সুখ