পথের সীমানায় দাঁড়িয়ে আজ মোরা পথহারা;
কে দেবে এই বিদায় কালে প্রাণ,বিষন্ন মনে যারা ।
লেখার পাতা শেষ, কথা হয়নাই বুঝি শেষ;
কিরূপে বাড়িছে মনজ্বালা শিখার ঊর্ধ্ব রেশ ।
পথিকের পথ শেষ, আধার ঘনিয়ে এলো;
আলোর প্রদীপে আসিলে রাহাবার, হয়তো ভালো ।
পাশে কেউ নেই পথিকের বিদায় ক্ষনে,
পথের টানে অবরুদ্ধ মোরা, নাহি কেউ শোনে ।
মোরা আজ জীবন যুদ্ধ শেষ পথে সীমাহীন বাঁকে,
পথ নাহি শেষ, পথিক বসি স্মৃতির ছবি আঁকে ।
আঁধারে কীট কানাকানি করে, মোদের বিদায় তরে;
অশ্রুসিক্ত মনব্যাথা তার পারিলে হাত বাড়ে ।
কীটের কলরব কেন জানি স্তব্ধ হয়ে গেল,
বুঝিতে আর বাকি রইলোনা, পথিকের এলোমেলো ।
পথরাত্রির পথিক সে, পাড়ে বসে রয় ;
মনোরোগে তার মনব্যাথা ভার, কি জানি কি কয় ।
স্মৃতির খাতার পাতা শেষ, আকুলতা তার বাড়িছে বেশ;
অঙ্কনে তার অলংকৃত মন, যতনে তা সম্বল শেষ
পথের আর দেরি নেই , পথিক ভাবি বসি একা;
আবার সখাদের সন্ধি আস্বাদে কবে হবে দেখা ?