নিজে দেয় শত পদ, কেড়ে নেয় শেষে!
ভুলিয়ে আমায় ছলে, বুকে নেয় হেসে।
এ ছলনার যাতনা, বিঁধে লোমকূপে,
ধিক্কার জানাই আজ, আমি ধ্বংস রূপে!


গ্রুপ প্রতিষ্ঠাতা তুমি? ছিঃছিঃ বলে যাই,
তোমার মতো পাষণ্ড, আমি দেখি নাই।
কত কাজ করে নিলে, ভাবিনি তো পর,
কার্যসিদ্ধি শেষে হল, ভেঙ্গে দিলে ঘর।


ওগো তুমি দয়াময়, ভুলিনি যে কভু!
বিচার করো সত্যের, তোমা' ডাকি প্রভু।
সয় না বেদনা প্রাণে, শান্তি দাও মনে
তোমার করুণা চাই, দাও নিজগুণে?


যারে আমি ভাবি নিজ, সে-ই রাখে দূরে!
তোমার কৃপায় প্রভু দাঁড়াবো যে ঘুরে।
শত ব্যথা পেয়ে পেয়ে, হবো সুধাকর,
দেখবে তা বিশ্ববাসী, জমবে আসর।