বিহঙ্গী স্বভাব তবু জলে থাকো তাই সাঁতার কাটি। মাটি খাঁটি করে বুনি বীজধান। অভিধান পেরিয়ে জল ও যুগলের যাপনলীলা - পাখি পর্যন্ত ঘ্রাণ। মায়াপ্রাণ, জলকুসুম! যতি ও গতির মাঝে রতিঢেউ। পাখিঠোঁটে এত জলভঙ্গি! হীরকময়ী ছুঁয়ে যায়...