এখানে কাক ও মায়াবৃক্ষের গল্পে রাত ভারী হয় প্রতিদিন।
পারমিতা! এখনো জ্যোৎস্নার ডাকে হরিণের বাঁকে বাঁকে
হেসে ওঠে পৃথিবীর চোখ। জলের শব্দে বৃষ্টি নামে
এখনো আকাশ তলে। কেউ কেউ বলে- প্রত্যেক জ্যোৎস্নার
আড়ালে একজন ঘাতক থাকে। আমি মৌনতায় ঝুলি
সাধারণ বাক্যে, মায়াবৃক্ষের ডালে।