পৃথিবীর হাত ফসকে সকালের যে সবুজ আলো পড়ে গেল
বিকেলের নিরুদ্দেশ অন্ধকূপে
সারল্যের খেলার মাঠ ভেঙ্গে গেল অকালে
ছ'শ ফুট বা তার অধিক গভীর পাতালে
স্বাভাবিক জীবনের অধিকার থাকে - ছিল তারও-
খেলত খেলতে এক পূর্ণাঙ্গ আলোর;


কিন্তু আলোর সংজ্ঞা তলিয়ে গেল কর্তৃপক্ষের ক্যামেরায় -
ব্যর্থতার মুখ জেঁকে ওঠে নানা রঙের রূপকথার আলোয়!


আমি সমস্ত চোখমুখ ছুঁড়ে ফেলি মধ্যরাতের বিশালতায়
নির্বাক তিমিরের চোখে দেখি হঠাৎ আলো - অর্থহীন
অবশ মানচিত্রে ভাসছে বেবাক স্বপ্নের শব!